তর চোখে জমাট রক্ত
আমার কাছে উড়ন্ত ধোঁয়া
গল্পটা এভাবেই তৈরি?
গাছের বাজে ফুলের পাঁপড়ি
কবেই শুকিয়ে জ্বরে পড়ে গেছে
তাইতো কেহ আর আগের মতো সুঘ্রাণ শুকতে আসেনা
কিন্তু ছেলেটা ঠায় দাঁড়িয়ে আছে?
পাশের বাসার পথিক একদিন ছেলেটি কে জিঙ্গেস করলো
তুমি কি মিথ্যে নও...
এই কথার জবাব ছিলনা ছেলেটির কাছে
সেদিন বিকেলেও বন্ধুদের হাঁট বসেছিল
হাসি খেলায় সেও মেতেছিল
মধ্যখানে হঠাৎ চুপ হয়ে গেল চারপাশ
সবাই নিজ নিজ গন্তব্যে ছুঁটে গেল
একজন তবুও ঠায় দাঁড়িয়ে ছিল?
ভালোবাসতো বলেই তাদের
___উদ্ভট ছেলেটি