তুমি তো দেখেছিলে শুধুই
ঐ দূরের পাহাড়!
আমিতো দেখেছি কতক ছবিতে
খুব কাছাকাছি ধানের শীর্ষবিন্দু
তাহার সাথে লেপ্টে থাকা শিশিরবিন্দু
যাহা ছুঁয়ে পড়ছে খানিকটা পরপর
ঐ দূরের যে বৃক্ষরাজি আছে
তাহাও কিভাবে আড়াল হলো?
কোথায় হারালো তোমার সে দৃষ্টি?
দেখেছ তুমি-
কেমনে কুয়াশার চাদরে আগলে রেখেছে
গাছগাছালি যেন তাহাদের আঁকড়ে ধরেছে
যেমনটি ধরো তুমি গভীর রজনীতে
আমার অর্ধনগ্ন বুকে নখের স্পর্শ দাও
এ যেন তোমারই প্রশান্তি
খুঁজে ফিরছি আমি জেনে নিও
তোমারই কল্পনার চাদরে ডুবে আছি
দূরত্ব তো কতকটা সময় ভালোবাসা জন্মায়
দূরের ঐ বাধ্য প্রেমিকার রূপে
দেখছি নয়ন জুড়ানো সবুজ পাহাড়