তুমি জিজ্ঞেস করেছিলে একদিন -কালো ফ্রেমের নিচে কিসের বাসা?
সেদিন কোন উত্তর ছিলনা আমার কাছে
সেই রাতে খুব করে বৃষ্টি ঝরেছিল প্রতিটি অলিগলিতে
কালো ফ্রেম খুলে দেখাতে পারিনি তখন
অনেকটা সময় নিয়ে শূন্যস্থানও আজ শুকিয়ে গিয়ে খরা রোগে ধরেছে
যা পেয়েছে তাহাই ঝাপটে ধরতে চেয়েছে
পালাক্রমে সাতটি মাস হয়ে গেছে
আমি ছেড়েছি আঁধারে নিশ্বব্দ সরীসৃপের মধ্যবর্তী মায়ায়
এখন চষে বেড়ায় ফ্রেমের পিছনে অতীত ফেলে
ঠিক জানিনা ঠিকানা এখনো আগের মতই আছে কিনা
শব্দের শুরু থেকে এখনো আমার সুঘ্রাণ নাকে লাগছে
তবুও কি কভু প্রথম শব্দের মতো কখনো হতে পারে কেহ?
২১/০৮/২০১৯ইং