আমাকে কেউ ভালোবাসে না!
এই কথাটি নিজেকে সহস্র বার শুনিয়েছি
প্রতিউত্তরে বলেছি? হে প্রিয় তোমাকে ধন্যবাদ
আমাকে ভালো না বেসেও তুমি কাউকে কিভাবে ভালোবাসতে হয়
তা শিখিয়ে দেওয়ার জন্যে
কাউকে পাবার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে
তা আঙুল তুলে দেখিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ
আমি ভালোবেসেছি তোমাকে সেই অবুঝ বালক বয়সে
তখন এটাকে কি ঢাকতে হবে তা জানতাম না
আমি তখনও জানতাম না যখন তুমি অন্যের প্রেমে পড়েছ
সেই তপ্ত দুপুরে ঠায় দাঁড়িয়ে থেকে
তোমার প্রেমে পড়া দেখে শিখেছি সেদিন
তুমি অন্তত আমার চেয়ে পাঁচেক বছর আগেই হামাগুড়ি দিয়ে পৃথিবীতে এসেছ
নয়তো তুমি কেন এতো তাড়াতাড়ি শিখবে
আর আমিই বা কেন শেষতম দিন হেরে যাবো
পুরো পৃথিবী আমাকে ব্যর্থ বলুক আপত্তি নেই
অন্তত তুমি আমাকে ব্যর্থ বলো না
কেননা আমি তোমাকে ঘৃণা করতে শিখিনি
আমাকে দিয়ে হয়তো তা শেখানোও যাবে না
ব্যর্থ তো তারাই যারা ভালোবাসার মানুষ কে মুক্তির ছলে বন্দী করে
আমি তোমাকে মুক্তি দিয়েছি তোমার ভালোবাসার সাথে মিলিয়ে
পাখি হয়ে পৃথিবী টা দেখার জন্যে