শুনছো কবিতার মেয়ে
খেয়া পারাপারের সেই পাঁচ পয়সার সময় আজ আর নেই
নেই ১/২ টাকা হিসেবের মতো খেলা
তাদের দাবি; এখন থেকে দিতে হবে ৫ টাকার রঙিন নোট
বাজার ধরের দোহাই দিয়ে সেই প্রেমিক আজ পালিয়ে বেড়াচ্ছে
সংসারের পরে কাজের ব্যস্ততা তবুও গিলে খাচ্ছে অবশেষে
এইতো সেদিন চারশো টাকা ছেড়েছে মরিচের কেজি
হিমসিম সময়ের মধ্যে সাধারণ জনতা দিনাতিপাত করেছে
ভালোবাসা আজকাল হাটে বাজারে রঙিন সুতোয় বাঁধা
যেখানে খুব অল্পই আছে প্রিয় জনের জন্য অপেক্ষা
সেই বৃষ্টিস্নাত সকালের পরে ভেবেছি একটু স্নিগ্ধ পরশ
যেন কত যুগ যুগ ধরে অপেক্ষা নামক শব্দ নিয়ে আছি
পাহাড়ে চূড়ায় সবুজের মধ্যে একটা ঘর হবে আমাদের
সেখানেও কুয়াশার বুকে শীত নেমে আসিবে একদিন
সে স্বপ্ন যে আমার অধরাই রয়ে আছে তা কি জানতে
তবুও মানুষ বেঁচে থাকে আশা বুকে নিয়ে
একটুখানি পরিবারের হাসিমুখ রঙিন নোটে
বাজারের দ্রব্যমূল্য আসুক নাগালে
সে প্রেমিক ঘরে ফিরুক
ঘরণী তাহাকে আলিঙ্গনে রাখুক বাহুডোরে
পাগলের ইচ্ছে তাসের ঘরের মতোই ভেঙ্গে পড়ুক
.....