সে যে এক জগত সংসার জুড়ে
দেখেছি আমি তাহারে বায়ান্নো হাজার বর্গমাইলের ভিতর
দেখছি রূপসী নগরে চোখ জুড়িয়ে
কল্লোলিনী ঢেকেছে ম'রে তাহারও রূপে গা ভাসাতে
মুচকি হেসে উঠে যুবতী রাধে, -বলেছিল সে?
'আমায় সাথে সেৎসকালে পাল তুলিয়ে মাঝ দরিয়ায় ভাসাও ডিঙ্গা আজকে না হয়'
আমি বললুম -"শ'তিনেক জায়গা মাঝে জল গড়াবে
রসের হাঁড়িতে তণ্ডুল বাড়িবে আর এট্টু জুলঅ রাখিবে
আমায় তুষ্ট করিবে, ডিঙ্গা সনে লইয়া যাবো অকূল দরিয়ায়"
অহে অখিল তো'হে নক্ষত্র সাজে
এহন মাঝে জ্যোৎস্না বিহীন সংস্করণ হবে না যে আর
সময় ধরে হারিয়ে গেছে তাহারো খোয়াব
ঢাকছে ম'রে, অথৈ জলে ভেসে উঠে
দূর প্রভাতে যাহার জুড়ে ছিল সাজানো সংসার
বেবাকতে অখিল আমি বাঁধনহারা শূন্য পড়ে রই