সত্য মিথ্যার রঙমহল জুড়ে আমি ক্লান্ত
অনেক বলা, না বলার স্রোতে বহমান জীবন
খুব করে হচ্ছে কি একগুয়েমির সাথে সন্ধি
ছদ্মবেশে পথিক হয়ে খুঁজে চলেছি নীড়
ছায়ার পিছুপিছু দৌঁড়ে চলেছি বহুদূরের পথে
তৃষ্ণা নিবারণের পাত্র কেহ এগিয়ে বলে না
বেলা অনেক হলো এবার না হয় বিশ্রাম হোক
হাতপাখার বাতাসে চোখ দুটো নিভে যায় না
একাকীত্বের কষাঘাতে দুমড়ে মুচড়ে যাচ্ছি
তবুও দৃষ্টি পাড়ি দেয় অজানার পথ ধরে

০৫.০৬.২০২১ইং