চিঠি পৌঁছে গেছে গ্রাম ছেড়ে শহরের দোয়ারে
চিঠি পৌঁছে গেছে চেনা গলি ছেড়ে হাতের মুঠোয়
চিঠি পৌঁছে গেছে চেনা প্রিয় মানুষের সুরে
চিঠি পৌঁছে গেছে কথনে যথনে বাস্তবতা জুড়ে

এ লিখনি সব হোক কাল কিংবা বৃথা উপভোগ
মেঘে মেঘে ঝরে পড়া ফুলের সুভাষিত রঙে
ড্রাফট জুড়ে যে লিখনি কাগজের প্রচ্ছদ মাঝে
দিয়েছি যাহা কল্পনা ছিল তাহা দিয়েছি পৌঁছে

চিঠি পৌঁছে গেছে প্রেরকের ঠিকানা বিহীন
খুব কাছের মানুষের হাতে দু'পাতার মধ্যেই
চিঠি পৌঁছে গেছে যাহা লালন করেছি বহুকাল
আজ পৌঁছে দিলাম সময়ের চিঠি তাহাদের তরে

#সময়ের_চিঠি