বছরে একবারই এ দিনটি আসে আমাদের কাছে
শীতের মাঝামাঝি সময়ে
অলস দুপুরের রোদ পোহাতে পোহাতে
দিন কেটে যায় কখন জানি
তবু এ প্রহর যেন কেন জানি হঠাৎ আজ থমকে আছে
চিরচেনা রাস্তা যেন আবারও ঢাকছে নতুন সুরে
প্রকৃতির কোলাহলের ভিড়ে দাঁড়িয়ে ভাবছি
কি যেন? হয়তো জেনেছি নয়তো মিছে গল্প
আজ কেমন আছো?
সেই পুরনো দিনগুলো কি এখনো খোঁজো?
আমায় তাড়া করে ফিরে স্মৃতি গুলো যেমন টি তেমনটি তোমাকেও কি তাড়া করে?
জানতে বড়ই ইচ্ছে করে
কয়েক রাত ধরে পুলিশ বাবুদের ঘুম নেই
বাড়ি বাড়ি যাচ্ছে; যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছে
সাদা কিংবা কালো কোন ভেদাভেদ নেই
সব যেন একই থালার খাবার
আমার ভয় নেই
ভয় শুধুই তোমাকে হারিয়ে ফেলার সেই প্রথম থেকে
আজও কাটিয়ে উঠতে পারিনি
যদি অন্ধ হতাম তবে সেই ভয় কি আর থাকতো?
কি জানি অযাচিত ভাবছি হয়তো বা
ওরা না ঘুমাক তবু আজ গভীর রাত্রি নামবে দু চোখে
(২৫.১২.২০১৮ইং)