শাটল ট্রেন এর শেষ বগির ছাদে কেহ ঘুমিয়ে আছে
তুমি তাকে জাগিয়ে দিও না
নষ্ট হবে, ঘুমের গুরে স্বপ্ন যে তার
কান পেতে থাকো
ঐ দূরত্ব মাজে কেহ জানালা ধরে চেয়ে আছে
চোখের কাজল গুলো গালে লেপটে আছে
মুছে দিতে চাইনি কেহ
অবেলায় সে ফুলঝুরি তে সে রুপান্তরিত হয়েছে
শেষ কথাটি শুনবে তুমি
দেহ তাহার যদি তাকে রক্ত বিন্দু অলস পড়ে
হাসে যে সে অনায়াসে
এলো চুলে ফের ভালোবাসে রঙ্গিন সুতোয়
এক জীবনের খুঁজে সাতটি বছর পিছনে রেখে
আমি থাকবো না যেদিন ঐ পথ চেয়ে
কান্না করনা পৃথিবী মাজে
আমি যে ঘুমিয়ে আছি
শাটল ট্রেনের শেষ বগির ছাদের অপারে
লাশের সাথে শাষণ বারণ
খুঁজবে না সে তাহার ফের বাঁধন
মরীচিকা মাজে সে শুকিয়ে আছে
অন্তিম ভালোবাসায় আর হবে না লিখা
খুঁজা হবে না কোন সেই কারণ?
(০৪/১০/২০১৬ইং)