শহর থেকে পালিয়ে বাঁচতে পারিনি
পারিনি স্মৃতির পাতায় নামটি মুছে দিতে চিরতরের মতো
কি ভেবেছ? মৃত্যু কি এতো সহজেই ঢেকে নেয়
তোমার থেকে কিংবা ছবির কষ্টে লুকিয়ে কান্না গুলো
এরা ঝুম বৃষ্টি পড়ার মতই নেমে আসে
প্লাবিত হয় সেই সোনার ফসলের জমিতে
হাসিতে হাসিতে আমি পালিয়ে বেড়াই বন্দরে
শুনে অবাক হবে, আপন কষ্টেও কেমন যেন বোবা হয়ে যাই
স্মৃতির নামে লিখনির জন্ম হতে দেখি
অগোছালো -
এ সংসারে আজ সব আছে তবু কিসের যেন শূন্যতা
প্রদীপ শিখা নিভলে পরে গল্প ফুরাবে
নিকোটিন আমাকে ভুলে যেতে হয়
কঠিন নিকোটিন যে তুমি মানে আমি
দহনে পুঁড়ে ঠোঁট

১৮.০৬.২০২৪ইং