শহর ছুটছে
৷  আমি থেমে আছি
নগর থেকে মাটির ঘর সব জুড়েই কুয়াশার চাদর ঘিরে আছে
।  আমরা চলেছি নতুন গন্তব্যে
রাতদিন ঠিক সময়ে টোল নিতে ব্যস্ত সে
এখানেই তাহার অন্ন মিলে
৷  কন্টাক্টর হাঁকিয়ে বলছে 'এবার বিদায়'
ক্ষণিকের সূর্য মুখিয়ে ছিল কেন জানি
প্রকৃতির অন্যতম ছবি আজ দেখবো বলে পা বাড়িয়েছি
।  শিশিরকণা জড়িয়ে রাখবো কিছুক্ষণ
শহর আমাকে যা দিয়েছে তার চেয়ে বেশি বন্দী করেছে
মায়াজালে তাহার
ভুলিতে পেরেছি কি?

২১.১২.২০১৮ইং