সেই প্রথমবার প্রেমে পড়েছিলাম
এক অগোছালো শাড়ি পরিহিতা নারীতে
এরপর থেকে যেন প্রতিদিন সময় করেই ভাবি
একটা দিন থেকে একটা দিন হারিয়ে গিয়ে
সেই প্রণয়নীকে করেছি লালন
হৃদয়ের মণিকোঠায়

তাহার সনে কত যে অপেক্ষার প্রহর
আঁখি জুড়ে কত যে স্বপ্নের খেলা
তবুও সে ডাকেনি
হয়তো এই অবুঝ মন বুঝতে পারেনি তখনও
তাহার চোখের ইশারায় জমানো কথা গুলো
তবুও চাইছি খুব করে
সে আমাকে ঢেকে বলুক
আমার একাকীত্বের জুড়ে কোনো এক বৃহস্পতিবার
এসে না হয় আমারও নীড়ে
আমি থাকবো শুভ্র সাদা শাড়িতে অপেক্ষায়

০৪.১২.২০২৪ইং