ফোনের ক্রিং ক্রিং শব্দে কান খাড়া হয়ে যায় কবিতার মেয়ের
সে জেনেছে 'এই মুহূর্তে অন্য কেহ নয়' একজনই হবে
লাইন কেটে দেওয়ার উৎকন্ঠা হচ্ছে না ফের উজবুকের চোখে পড়ার ভয়
এ ভয় কিসের তাহা জানেনা পাগল টি?
তবুও সে পৃথিবীকে জানিয়েছে পুরো মানচিত্র বদলে নিতে হবে
নয়তো এ গল্পের যে সমাপ্তি দেখেছে সে নিজ চোখে
তাহা বাতাসে মিলিয়ে যাবার পরও বাঁচতে পারতো না
তবুও সে রাত্রি লিখছে সেই সুবোধ বালকের ঘরে প্রথম জন্মের পরে
সে ঘুম হবে, হয়তো নতুন ছন্দে নিজেকে হারানোর ভয়ে তাকে জড়িয়ে নিয়েছে
১২.১০.২০২১ইং