এই রাতের অন্ধকার পেরিয়ে এসে পৌঁছেছে ভোর
আমি ডান হাত হাতড়ে খুঁজে ফিরি
কোথাও কেহ নেই
কেহ নেই সাপের মতো পেচিয়ে ধরার
যার ঘাড় বেয়ে নেমে আসা চোখে-মুখের উপর পড়া
এলোমেলো চুলের ছবি কে
চোখ কচলে খুঁজে ফিরি বদ্ধ রুমের চারদেয়ালে
নাকের ভিতরে কারো সুঘ্রাণ খুঁজে ফিরি
তাও নেই; এক রাতের শেষে বৃষ্টি ঝরে
থমকে আছে সব
আমি নিরেট বর্তমান সময়ে চেয়েছি কাছে
তবুও দূরে আমায় ছেড়েই আছ খুব যত্নে আদরে
আমি যে আপনারই অপেক্ষায়
ফিরছেন কখন?
উত্তর দিও?
কেমন 🙃
.....