কোন এক মধ্যরাতের শেষে নিকোটিনের ধোঁয়ায় বৃষ্টির জ্বলে কালো মেঘ জমে ছিল
ইঞ্চি কয়েক ফাঁক রেখেই অঝর দ্ধারায় বইছিল তার ছোঁয়া বুজি আমার পায়ে এশে সুরসুরি দিতে চাইছিল,
জানি যে সে আকাশের শব্দ নিয়ে কানের দোয়ারে তালা আটকে রেখেছিল
ফের কিছু ধোঁয়া আকাশে উড়ে যে গেল
ফিরে গেছে এক মানব অচীন পুরের পথ ধরে যেখানে মানুষ গুলো সুযোগ বুজেই আঘাত করে?

চেয়ারের গায়ে হেলান দিয়ে ভাইটি বলেই যেই না ঢাক দিল
তখনি ভূত দেখার মতই সে থেমে গিয়েছিল
আমি হেসেই যাচ্ছি চুপ করে
কিন্তু মৃত মানুষ গুলো কথা যে কয় না, উজবুক গুলা যে মাজে মধ্যে ধোঁয়া উড়াতেই সাচ্ছন্ধ বোধ করে?

বন্ধু বলে কিনা ফিরে যেতে
আমি শুধু জানি যে একজন আমাকে ঠিকই দেখে রাখবে শেষ পর্যন্ত
বিশ্বাসের মানুষ গুলো আবার জেগে উঠে ফেলে আসা পথ ধরেই
ক্ষমা করো হে, যেখানে আমি পারিনি নির্লজ্জের মতো ছুঁড়ে ফেলে দিতে দেহের একটা অংশের দাবীদার বলেই
তাইতো আবার শব্দ ছুঁড়ছি?

___বৃষ্টি ছুঁড়ছি
২৬/০৪/২০১৬ইং