বৃষ্টি থেমে গিয়ে শহর জুড়ে যেন কেমন ক্লান্তি নেমে এসেছে
অবসাদ হৃদয়ে কিছু ছবি জেগে উঠেছে
প্রবাসের ছবি, একাকীত্বের ঘরে ঘুমিয়ে পড়া ফ্রেমে বন্দি
যারা ঘাম ঝরিয়ে সুখ বিক্রি করে
এখানে কেউ আছে কি তাদের কে সুখের কথন বলে দিতে
মেঘের পরে নিরবতা ভেঙ্গে চোখ ফিরিয়ে রঙিন স্বপ্নে বিভোর হইনা
এমনই একদিন দেখিতে পেয়েছি সংসারের ছবিকে
কাছে ঢেকে জিজ্ঞেস করিতে মানা
কেমন আছো? কুঁড়ে ঘরে কি আলো-বাতাস খেলা করে?
অবসরে কি কেউ ভাবিয়ে তুলে?
বাতাসের ঝাপটা আর বালিকার সুখ কিছু সময় পর বদলায়
নদীর স্রোতে ভেসে চলে যায় দূর বহুদূর
ঘাসের সাথে মাঠের সংকলিত খেলাঘরে কেউ খবর রাখিতে ভুলে পড়ে
মনের মনুষ্যত্ব ভূলুণ্ঠিত হয়ে সমাজও কালো মেঘে ছেয়ে আছে
তাহাদের আমি ভুলি কি করে?

০৪/০৬/২০১৯ইং