যদি এই দেয়ালে তর চোখ না পড়ে
এই লিখনিতে তর ঘুম না ভাঙ্গে
ভাবতে পারিছ গল্প এবার সত্যি হচ্ছে
মানুষ টা তকে ছেড়ে যাচ্ছে

কান্না বেজা যে চোখে ছিল লালন
বালিশের কোণে আঁটকে আছে
দাগ পড়ে না, শুধুই হারায়
আজতো সেই পথও হারায় নিয়তি বলেই

রাতের আকাশে ভালোবাসা
চাঁদের পূর্ণতায় এশে সাজে
নিয়ন আলোয় খেলছে শুধুই
হাজারও অবেহালার গল্প যে

স্মৃতি গুলো উঁকি মারে
কখনো বা রাস্তার বাঁক ধরে
তবুও বলছে পৃথিবী
বিধুর বলেই ফেলে দেয়

___বিধুর