বালিকা.....
তোমার জন্য আমি আর
ছাদের কোণে দাঁড়াতে আর পারবো না পারবো না
তোমার জন্য তপ্ত দুপুরে
অপেক্ষার প্রহর সাজাতে আর পারবো না পারবো না
ভাতের তালা হাতে
স্বপ্ন হলো আমি তোমাকে সঙে নিয়ে
একই তালায় খাচ্ছি ভাবতে আর পারবো না পারবো না
বালিকা.....
তোমার জন্য বই/খাতার শেষের পাতায়
তোমার নামের প্রথম অক্ষর আর লিখতে পারবো না পারবো না
তোমার জন্য গোসল শেষে
গ্লাসের আবরণে জল রঙে তোমার ছবি আর আঁকতে পারবো না পারবো না
তোমার জন্য ড্রাফট মাজে
জমানো কথা আর লিখতে পারবো না পারবো না
বালিকা.....
তোমার জন্য আমার রাজ্যে
তোমাকে রাণী করে রাখতে আর পারবো না পারবো না
তোমার সাথে একই ফ্রেমে
স্বপ্ন ভুনতে আমি আর পারবো না পারবো না
___পারবো না পারবো না