ভিতরে বিদ্যুৎ নেই এখানে আলোর সমাহার
জানালা খোলা কিনা তোমার
জানা অজানা মাজেই পড়ে আছে
আমি ছিলাম বৃষ্টি সঙ্গী
দু'টি আঁখি দেখা পেতাম ভুল করে হলেও
ভালোলাগা জুড়েই আছে ভালোবাসা
আমি চাইতাম ফের একফালি হাসি
কিংবা লালচোখ
নষ্ট ফুলে একটু খানি সুঘ্রাণ শুকবো বলেই
আজ রাস্তা জুড়ে পুরোদমেই ফাঁকা
স্বার্থপর আমি একটা কথাই মেনে নিয়েছি
বিন্দু কয়েক জল জমেছে কোণ ঘেসে
জানি এখানে আজ জমানো সব আছে
তবুও ভয় হয়, ভুলতে না পারা
___একটা কথাই মেনে নিয়েছি