রাস্তার দূরত্ব আমায় ঢেকেছে বেশ
ভাঙ্গা ভাঙ্গা স্বপ্নে আমি আছি বিভোর
দেখে মনে হচ্ছে?
দেশটা যেভাবে খুবলে খুবলে খেয়েছিল পাক বাহিনী
এখানের প্রতিটা অলিগলি খুবলে খাচ্ছে
আজ ক্রমাগত স্বার্থান্বেষী পশু গুলো
আমি দূর্বল, হাত-পাও দূর্বল
আর সাথে বড় সম্বল বাকশক্তি তাও দূর্বল
কিন্তু, এই লিখনি জুড়েই আমার পরিচয়
দিতে পারিনি আঙুল গুলো বলিদান
চোখের দৃষ্টি হয়নি আজও লোপ
চুপসে আছি মানেই শুনছি না নয়
আমি চাইছি একটা মানুষ জাগুক
এই লিখনি মাজে হাতিয়ার হয়ে
অপর পৃষ্টায় নতুন আকাশে
হয়তো একদিন ঠিকই জাগবে "বাংলাদেশ"

___বাংলাদেশ