মৃদুস্বরে ঢাকছে
আলতো স্বরে বলছে
তবু অজোর দ্ধারায় কাঁদছে সে
আমার হাতে তখন জ্বলন্ত ধোঁয়া
এককাপ চা বৃষ্টি ফোঁটায় বিভক্ত হয় না
আমি তাদের গিলছি একই সাথে
চোখ উড়ে যায়
এক পথিক ছাতা এগিয়ে দেয়
রক্ত পড়া কোন এক ড্রাইভার এর মায়াতে
মানুষ এতো ভালো হতে পারে
নিজ চোখে না দেখলে ফের বিশ্বাস করতে পারতাম না
ঝটপটানো আমাকে কেহ ছিঁড়ে ফেলতে চাইছে
তবুও সেই মায়া আমাকে বাঁধন দিয়ে রুখতে পারে না
পৃথিবীর মাজে অন্য একজন আমি
খুঁজতে গিয়েও পাইনা মনের মিলন
জানালা ধরে স্মৃতির পাতায় ছবি আঁকে
অনেক পুরনো মাজে কেহ ছিল দাঁড়িয়ে
তুমি আমি মিলে সবই সুতোয় বেঁধে
তা হাজারও বৃষ্টি ফোঁটা অপেক্ষা করে
একফালি নেশা ধরবে ভালো
___ বৃষ্টি ছাড়াও আরো অনেক