পড়ে যাওয়া স্বপ্ন আমি এখনো কুড়াই
রাগ হয় আবার কান্নাও আসে
আমায় দুমড়ে মুচড়ে দেয় ক্রমাগত
আমি আর ভাববো না বলেছি
কিন্তু কেহ না কেহ আমায় ফের জাগায়
আমায় আঙুল তুলে কথা কয়
আমি ফের নষ্ট হই নতুন নিয়মে
পৃথিবী বিশ্বাস করে না
বিশ্বাস করার কথাও না
আমায় খুঁজতে গেলেও কিছুই নেই যে
___ নষ্ট পরাগ