এই শহরের আলো বাতাসে
দম বন্ধ হয়ে আসে
একটা পাখি উড়ে এশে
জায়গা জুড়ে বসে
মুক্ত ঢানা মেলে উড়ে চলা স্বপ্ন গুলো
হঠাৎ বুজি সবই বন্ধিত্ত্ব লাগে
চার শিকলের বদ্ধ ঘরে
আকাশ যায় না ছোঁয়া
দু'হাত বাড়িয়ে হয় নাকো করা
একই বুকে আলিঙ্গন
কা-কা শব্দে ঘুম ভেঙ্গে যায়
যেখানে কোকিলকণ্ঠ কুহু-কুহু ছিল
ফুল আর পাখিদের কলরব
কত শত হাসি কান্না ছিল
এই শহরের আলো বাতাসে সত্যিই
দম বন্ধ হয়ে আসে
___দম বন্ধ হয়ে আসে