সবকটি হাসিমুখ
আমায় জাগতে বলে
ভুলতে বলে কিছুক্ষণ
এঁকে এঁকে ছবি চলে
আলিঙ্গন ছেড়ে দূরে যায়
কখনো বলতে হবে অধিকার নিয়ে
তারও সুযোগ হয়নি যে
পাতা উল্টালে সবই দেখি শূন্য
কালো ফ্রেমে আগলে রাখতে না পারা
দুষ্ট হাসিটা উপহার দিতে না পারা
আমাকে পরাজিত বলেই গণনা করেছে
আমি চোখ বুজে থাকি
তাদের অধিকার তাদের মাজেই বিলাই
এইতো আসল সুখ
___ না পারা