আমি গোলক ধাঁধায় আটকে যাই
কিছু সময়ের তরে শীতল নিঃশ্বাসে
পড়ে থাকা কথা গুলোর মাজে
আলো আঁধারিয়া শব্দ সাজে
কেমন করে হারায় সেই ক্ষণ
ভাবতে হলেও ভুলের জন্ম হয়
আমি কি ফিরে যাচ্ছি তবে
এখান থেকেই প্রশ্নেরবাণ তৈরি থাকে
চোখ বন্ধ করে খুঁজতে পারিনা
তবে কি এতো চাওয়া আবেগময় ছিল
না, না, না সেই মোহ পারিনা হারাতে
আমি শেষ সমাপ্তি অব্ধি চাই

___তোমাকে