রাত দু'টোয় ফিরছে বাড়ি সাথে বেওয়ারিশ
ঘাড়ের উপর ধরে টানছি
খবরের পাতা আজকাল দেখিনা
শহরের দেয়াল জুড়ে শকুনের ছোবল
ফেলে আসা হাজারও ছবি
রক্ত ভাসছে প্রতিটা অলিগলি
সামনেই অবাধ সম্ভাবনা
এরই মাজে চারটে যুবক
প্রাণ পাখি উড়িয়ে রাজপথ ভিজিয়ে গেল
হা হা হা, আমি দাঁত কেলিয়ে হাসি
আয় আয় বলে বুকে ঢেকে নেই
ছোবল যে এতকাল দিয়েই এশেছি
তার বদলা হচ্ছে এইতো সূত্রে বলা
সংখ্যার খাতা বাড়বে
চাপ বাড়বে শকুনের মাংস টুকরো করার
শেয়াল কুকুর ভাগাভাগি করেই খাবে
দৌড় হবে রাজপথের প্রতিটা মোড়ে
কিংবা টংঘরের কাপ টা ফেলে
আমি রাত করেই ফিরবো এবার না'হয়
মা আজ রাতে ভাতের বন্দোবস্ত কর না
আমি তৃষ্ণার্ত শুধুই বিছানার পাশে জল রেখে দিও
এই যা তার পরিচয় ছিল
লাশের কি পরিচয় হয়; লাশ যে ওরা
মরার আগেই মরে গেছে
কাউকে মেরেই ওরা মরে গেছে
০৯.০১.২০১৮ইং