সুযোগের পাতায় লিখছি যখন
বিশ্বাসের কাছে হারছি তখন
জীবনের নিয়মে চলছি
কিছু সংখ্যক সহোদর নিয়ে
অনিয়ম করেই কি হারাচ্ছি তবে
চাবিকাঠি উল্টো রেখে
রাত্রি ফুঁড়ে সকালের ধ্বনি
হিসেবের খাতায় গন্ডগোল
বিকেলের আবহমান হাওয়া বহে
চিৎকার তুমিও চুপসে আছো তবে
বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যখন
একে একে জবাব দিচ্ছি
তখনই মন বলছে; তুমি এক
"পরাজিত সৈনিক"
___পরাজিত সৈনিক