তুমি হাজারো রজনী পর নেমে আসো
এ ধরণীর বুকে- নেমে পড়ো অনায়াসে এ মহলে
তুমি আমার কাছে অনেক পাওয়া না পাওয়ার উপহার
হারায়ে ফুরায়ে গেছে সব বুজি
কি জানি সত্য মিথ্যার অনেক আশ্রয়ে চলে যায়
আমি দেখি অনন্তকাল ধরে তবু পুরনো হবার তাড়া নেই
নেই আজ পিছু ফিরে কিছু বলিবার
যাহা সব শৈশব কৈশোর কোনো এক জন্মে
দিয়েছিল অধরা হয়ে দেখা
লোকায়ত বিশ্বাসের কাঠগড়ায় দাঁড় করাবে
সেদিন কি তাহা আড়ালে আবডালে পড়ে র'বে

(২০.০১.২০২১ইং)