সন্দেহাতীত মন সন্দেহাতীত বিশ্বাস
কুঁকড়ে খায় ঘর, সংসার হয় নমরূদ
বারূদের হুংকার আর পড়শির বিষের সিটি
জীবনের স্রোতে বহে চলা সময়ের হাত ধরে
অলিগলি করে বাহুডোরে কত-শত ঘুরেফিরে
রয়ে যায় অমীমাংসিত শব্দ জাগানো অতীত

দেখিনি সংসারের বৈচিত্র্যময় জগত এখনো
দেখিনি সকালের শিশিরের স্পর্শে কেহ মুখোমুখি
অনিন্দ্য সুন্দর সব গোছানো ঘরের আলাপন
বৃষ্টি কিংবা শীতের চাদরে ভাগাভাগির রূপ

মহাময়ি, কেন আজ উত্তপ্ত দুপুরে এসে গড়ালে
আজ যে তীরের ফলা এক জীবন নহে
বহু তারা-নক্ষত্র সব ক্ষয়ে ঝরে যাচ্ছে সময়ে
লালিত সততাকে কেহ আপন করে বললো
সেই আজ কেন সর্প দংশন করিতে ভাবলো না
এমন রূপে ঘরের আলো গ্লানিতে পর্যুদস্ত

(২৬.১০.২০১৯ইং)