নিকোটিনের অভাবে শহর পুড়ছে
আমরা সবাই গা বাঁচিয়ে চলছি
এদিকে চিৎকারে শিশুটি মৃত্যুপুরীতে জন্ম নিচ্ছে
তখনো চোখ দু'টি তালা মেরে রেখেছি
কেমন ছিল সংসার?
কেমন কাটবে বাকি দিনগুলো?
বেঁচে গেলেই আসিবে সূর্য লাল টকটকে
সত্যই সকাল হবে
না, আজ রাতে কোনো ঘুম হবে না
চাঁদের সনে সন্ধি হবে
এ বেঁচে থাকা মিথ্যে মায়াজাল
সেদিন দেখেছিলাম অশ্র ছাড়াই লড়তে তাকে
সে ছিলো আমার রাতের হিরো
এ শহর সব পচে গেলেও সে থাকবে ভালো
বিশ্বাস এটুকুই -

আঁধারে রঙ তুলে রণতরী এগিয়ে আসছে
ঢেকে দিতে লাল সূর্যে
না, আজ রাতে কোনো ঘুম হবে না
চাঁদের সনে সন্ধি হবে
শহর কে বাঁচাতে গা বাঁচিয়ে লোকগুলো ফিরবে
মাটির পরে কেহ নেই
মিথ্যে পদতলে লুন্টিত হবে সব
গণতন্ত্র পাবে ফের মুক্তি
আমরা পাবো স্বাধীনচেতা মন -

২৮/১১/২০১৮ইং