অহে মহীধর তুমি শতবর্ষ পর আমাকে নিমন্ত্রণও করেছিল
অহে সবুজ তুমি পাখনা মেলে আমাকে সোনালী রুপে আমার অন্ন হলে
মৃত্তিকা তুমি প্রতি স্পর্শে অভূতপূর্ব জাগ্রত করলে
ঝিরিঝিরি জলধারা বহিয়া সেই প্রণয়িনী কে ভাবিয়ে দিলে কোন সে বলে-
আমি আকাশে মাঠিতে, বাতাসে প্রবাহে, জলের জলাঞ্জলি
আমি কৃষকের রক্ত খেয়ে জীবন বাঁচায়ে পথ চলি
এ নগ্ন পদাচারণে উল্লাসে জাগি
বৃষ্টি সবুজ আমাকে রাঙাতে এশেছে চিরসবুজ শস্যে
ঐ ঘৃণধরা সমাজ -তোমার মুক্তি নেই
মুক্তি নেই সেই শৈশব কৈশোরের বুকে ফিরে যাবার
যেই প্লাটফর্ম ছেড়েছে ট্রেন সেখানে দাঁড়ায়ে ভাবছি
ফিরে এশেছি তবু ফিরবে কি সে?
৩০.০৮.২০১৮ইং