তুই যে হলে রাগ বিলাষী
আমি যে তর সন্ধ্যা
ইস্টি কুটুম মিষ্টি কুটুম
অবুঝ কি তর মনটা?

হেলায় ধূলায় রাখিছ দূরে
রঙ্গিন মাঝে থেকে
আমায় কি দিবি না রে
তর ঐ পাগল মনটা??

গোধূলি রাঙ্গা বিকেল সাজাই
তর পথ পাণে চেয়ে চেয়ে
আয় না সখি ফিরে আবার
দিয়ে যা তুর ঐ অবুঝ মনটা??

তারার মাজে খুঁজি তোকে
ঐ দূরে যে লুকিয়ে আছিস
রাত দুপুরে খুঁজে ফিরি যে
তর ঐ পাগল মনটা??

এই না নীড়ে তর যে বসত
হয় নাকো কখনো তর খেয়ালি
মান অভিমান যাই বা করিছ
দিয়ে যা তর ঐ অবুঝ মনটা??

২৩.০৬.২০২৪ইং