তাহার সাথে আমার অনেক কথা জমানো রয়ে গেছে
রয়ে গেছে কাক শালিকের সাথেও
ভোরের শিশিরের সাথে আঁড়ি পেতেছি
নগরের সাথে দেখিতে ছুটেছি হ্যাং দুলে
তবুও তাহার সাথে আমার কথার শেষ হয়নি
বহুকাল বহুনগর নাড়ি-নক্ষত্র খুঁজে খুঁজে
আমি ক্লান্ত হয়ে পড়েছি
দেখিতে চেয়েছি পাহাড়ের চুম্বক
সবুজের মাঠে উড়ে যাওয়া কবুতরের ছবি
ধানের শীষে চুপসে আছে একটুখানি শিশির
জানি, এ কথার শেষ শুনানো হয়নি
জানবে না কবিতার মেয়ের সেই ছোট্ট খোকন
প্রতি সকাল দুপুর সন্ধ্যে রাত্রি জুড়ে
অবিনাশী একতারায় টুকরো টুকরো ছবি
১৩.০১.২০২০ইং