ঠিক এই মুহূর্তে অনেক কবি তার কবিতার খাতা খুলে বসেছে
আর কেহ তার প্রেয়সী কে সঙ্গি করে বৃষ্টি জলে সুখের ছবি তুলছে
অনেকেই নেমে পড়ছে বিয়োগ ব্যথা বিসর্জন দিতে
সৃষ্টি শুরু থেকে এযাবতকালে অনেকে এশে ফিরে গেছে
ঠোঁটে হাসি এ নেশা কখনোই ভুলে যাওয়া চলবে না
বৃষ্টির জন্য ছন্দ গুলো উশখুশ করবে না
তাহলে অপারের প্রেমিকা আমাকে চিনবে কেমন করে
রাতের সোডিয়াম এর আলো গুলো ঝাপসা দেখি
শহর ধুয়ে তার কলঙ্ক ঘষে তুলছে
আর পুরনো কবিরা নিকৃষ্ট ধোঁয়াকে স্মরণ করে আসর মাতাচ্ছে
উত্তর আসেনা
আমার জন্য কেহ অপেক্ষা করে না
তবুও আমার পা ধীরগতির হয়ে পড়ে
সমাপ্তি হয়েও তার গল্প শেষ না দেখে এগিয়ে যাওয়া
এ যে সব অবাধ্য লিখনি
নিমাই বাবু চোখ বুজলেই হবে এবার

১৫/০৭/২০১৮ইং