ভাঙ্গা গ্লাস কিংবা অর্ধপোড়া সিগারেট
পড়ে আছে চুমুকের অভাব
জানালা দখলে কাপড়ের ঝাঁক
ইট পাথরের গাঁথা ছবির হাতল ধরে
বেওয়ারিশ কুকুর আপন বলেই তাড়া করে
পথিকের পা মেপে
ছুটছে মানব রঙিন ঘুঁড়ি
পাশেই জলসানো সার্টিফিকেট
এই রুপক হাজারের বীড়ে ভাবছে
শূন্য এক আশ্রম
কালো ছবি নয়তো মৃত স্তম্ভ
অবাধ্য লিখনি
গোত্র সূত্র ভাবে নাকো সমাজ
খঞ্জর চলে প্রতিটা দুয়ার
১৭.০১.২০১৮ইং