ব্যস্ত তোমার
ব্যস্ত নগর
ব্যস্ত কোলাহল
আমার আকাশ রঙিন সুতোয় ভাসছে শুধুই
রাত্রি উজান তল
তপ্ত রোদে
উড়ছে কথা
ফাঁকা আছে পড়ে মাঠে ঘাট
কখন সেতায় পড়বে যে চোখ
হাসবে যে মন নতুন পাখায়
সাগর সম
লিখনি আছে
কাব্যের সুরে নেই সুর
এক দৃষ্টি মাঝে জীবন চলে
যাচ্ছে আজ বহুদূর
___নতুন পাখা