ক্ষয় হয় -শরীরে, ধূসর রঙে মেঘে
বৃষ্টি হয়ে নেমে আসে
ক্ষয় হয় -গল্পে, জং লাগে ঠোঁটে
প্রতি চুমুকের পর অসার বস্তুতে
এক শরৎ এরপর উড়ে যায় জোনাকি
প্লাটফর্ম ছেড়ে যায় যুবতী
আকাশে সব জমা রাখি কথা
গড়িয়ে পড়ার পায়তারা চলে তবু
সে আর আসে না দেখতে আমাকে/তোমাকে
নবশিখা, ক্ষমা করে দিবি শেষ বারের মতো
যে পথে হেঁটে যাবো না আর
কথা দিয়েছিলাম ঐ অট্টালিকার পরে
আমি পারিনি আগলে রাখতে তাকে
ছেড়ে গেছে সব
১০.০৯.২০১৮ইং