শহর টি বালুর উপর দাঁড়িয়ে হঠাৎ করেই পিরামিড হয়ে উঠে
এই মানচিত্রে মাঝে নাম না জানা গল্পে নামকরণ হয়ে দেখা দেয়
আপন বিন্দুতে তুমি-আমি সব কেমন যেন অচেনাই রই
সকালের ধ্রুব সত্য সূর্যকিরণ ছড়াবে
যেখান বৃষ্টির জন্য হাহাকার নাইবা মিললো না হয়
আগন্তুক খবরে ঘুম উড়ে যায় স্বপ্নের মতো লাগে চারপাশ
ইচ্ছে করে কালো মেঘের গভীরে গর্ত খুঁড়ে লুকিয়ে পড়ি
অর্ধছেড়া সময়ের কথায় হার না মানুক
মুক্তি পাক মুক্তিকামী
সংসারে সব পাবার তরে জন্ম নয় তবু ভালোবাসা থাকুক শেষ নিঃশ্বাসে
এক নদী বাঁধ যদি স্বাদে ক্ষতি কি
অরা জন্মায় শেওলার মতো মরে গিয়েও বারেবারে
আমি না হয় সেই শেওলার প্রতীকী হবো

২৮.০৬.২০১৮ইং