আমি ঘুমিয়ে গেলে তুমিও ঘুমিয়ে যেও
নতুবা আমি ধ্বংস হয়ে যাবো
ছারখার হয়ে যাবো...
কিছু শব্দ জানার পর আবার তুমি উড়াল দিও
তবু না হয় একটু দেখা দিও
আমি তোমার জন্য প্রতিটা বিকেল প্রহর নিবো
নতুন আকাশে নতুন মন
চাইলেই যে সে স্রোতে নিজেকে ভাশিয়ে দেয়া যায় না
ইচ্ছে আকাশের গাংচিল হয়ে ঢানা মেলবো
চোখের নীচে ধূসর কালী পড়ুক না হয় আমার
এক দৃষ্টে বলে দেবো আমি তবুও মৃত দেয়ালের পিছনে এই তুমি
___মৃত দেয়ালের পিছনে এই তুমি