এখন আমি মহামারীর মারামারি দেখিতে দেখিতে ক্লান্ত
বিগত ১০০ বছরের জীবনের গল্প যদি লিখি তাও এখানে মহামারীর মতো লেখা যাবে না
আমি জীবিত কিংবা মৃত নাগরিকে উৎসবে জাগ্রত
বসের ঝাড়ি ঝুড়িতে সদা জেগে উঠি
তবুও আমাকে মহামারীর মতো অহামিকা রুখে দিতে পারেনা
আমার কালো ফ্রেমে বড্ড ভালো মানায়
আঁধারের বুকে বহু পথিকের ক্লান্তিতে নুয়ে পড়া দেখেই শান্তির পরম স্পর্শ পাই
কবিতার মেয়ের খোকনের নরম স্পর্শ পেতে আমি উদগ্রীব হয়ে আছি
যা আমি কখনোই ঘৃণার জন্মে দেখিনি
যদি ফের জন্মে দেখা হয়ে যায় তাহার সাথে
তবে চেয়ে নিবো নতুন করে
নয়তো হেরে যাবো শেষতম বার
সেদিন ঈশ্বর একটু আলো দিও সর্বশেষ বারের মতো করে
এইটুকু কথা রেখ
(০৭.০৭.২০২০ইং)