তুমি আমাকে মানুষ বলছো কেন?
আমাকে বলো 'দাস'
আমার রন্দ্রে রন্দ্রে দাসত্বের ছাপ লেগে আছে
আমার হুংকার বলতে কিছু নেই
আমি নিজের জন্যই অভিসম্পাত
তবুও তুমি মানুষ বলবে কোন অজুহাতে?

নাগরিক উল্লাস কালো ব্যানার ফেস্টুন
এখানে জন্মায় পথিকের বক্র হাসি
অবশেষ তুমি নিছক ফেলনা
পুঁজিবাদের শূন্য পুঁজিতন্ত্র পরীক্ষণ

সমাজের পাঠশালার  লড়াকু সৈনিক
মুক্তিকামী বলেই তোমাকে জানি
তবুও কেন এ মাটির সাথে করে চলেছ
প্রতিনিয়ত বেঈমানী?
তুমি স্বার্থের জন্য যুদ্ধে করেছ
এ মাটির মানুষের জন্য নয়
আমি তোমাকে মানুষ বলবো কোন কাব্যে?

২১/০৬/২০২০ইং