আমাদের গ্রামটা এইতো সেদিন কুঁড়ে ঘরে আস্তরণে ভরপুর ছিল
দখিনা বাতাস বাহিত পশ্চিমা সূর্যে ধরে
গান বাঁশের বেহালার সুরে চৈত্রের রোদ পড়ে যাইতো হেলিয়া
পাত্রী দেখার বেলায় কালো কেশর দেখিয়া মুগ্ধ হইতো সবে
যুগ বদলাইলো গেলো-
সেই আজোপাড়া গাঁয়ের গতরে আব্রু দেখা মিলিলো
অনেক দূরের মাটির পথে ইঞ্জিনের আচর পড়িলো
উজবুক পাগল চোখে সর্ষে ফুল দেখিতে পাইয়া হতভম্ব হইলো
নেই মাটি, নেই আকাশ, নেই জলের দিঘি
হংসরথ জুড়ে কেমনে যেন বিষাদের ছাপ স্পষ্ট
তবুও সময় থেমে নেই; থেমে নেই হেমন্তের গাঙচিল
দিনশেষে সবাই যে মরীচিকার পিছুপিছু
#মরীচিকা