প্রতিদিন এক মধ্যবয়সী প্রেমিকা
ঘর ছেড়ে পালায় -ঘড়ির কাঁটা যখন
সমানে সমান হয়ে দাঁড়ায়
এলোমেলো চুল, নগরের ধূলো
উন্মুক্ত চরণ সান বেওয়ারিশ
চাঁদের আলো মাড়িয়ে এগিয়ে চলে
প্রেমের সন্ধানে সেই মহীয়সী নারী
বাহু মাঝে আঁকড়ে ধরে জলপাত্র
তাহার দৃষ্টি আমাকে আগলে বলে
অপাত্রে কি আজও প্রেম চলে?
হয়েছে কি সে নারী আজ -পবিত্র
গ্রীষ্ম গেল, বর্ষাও গেল
শীতের ছোবলও তার কাছে হার মানলো
তার পথ কি রুখে দিতে পারলো
অবাধ্য চরণ এখনও ছুটে
শত প্রেমিকের মন কেঁড়ে
পবিত্র বলে আর কেহ
দু'বাহুতে আগলে রাখে না
আপন প্রেমিকা বলে
রাতের পরে প্রভাতের খেলায়
দূরে গেলেই তবে কি পাপ মোচন হবে?