এই উপরওয়ালা
মানুষ টা কে?
চিনিনা যে, সৎ নাকী অসৎ?
মনে পড়ে,
তর বিধানে বলেছিলি..
"ক্ষুধার্থ কে অন্ন দিলে তুই যে খুশি হস"
আমিতো শুধু সেই কথা রাখতে
একটু মায়ায় পড়ে
ছোট্ট করে বলি দেই দু'হাতে
মিথ্যে মানুষ না সত্য মানুষ
জানার কিছু করেছি মাত্র স্বাদ
মুখ ফুটে যে তখন সে বলছিল
অন্ন যে তার দরকার
ক্ষমা করিছ হে মহীয়ান
ভুল দরদে বিলাই যদি এ দান
___মানুষ টা কে?