আমি শতবর্ষ পূর্বে জন্মেছি
'ঐ ধানসিঁড়ির দেশে, সোনালী আঁশে সবুজের পরে'
জল নদী মিশে একাকার
মাছে কুয়ো ব্যঙের চলাচল
মনুষ্য সভ্যতার খুঁজে আমি হেটে গেছি
মাঠের শেষে পালহীন স্রোতে গা ভাসিয়ে অবিকল
সূর্য তখন ডুবে গেছে
পাখপাখালি নীড়ের ছায়ায় ছুটছে
আমি দেখেছি তাহারে -কিশোরী
শৈশবের স্মৃতি ভাবাচ্ছে অবেলায়
হাতে বল মাখানো গোলক বৃত্তের মতই
চারপাশে আপন হস্তে লেপেই আছে
দু নয়নে দেখেছি ঘাসের শিশিরে
পাদচারে লুন্টিত বিন্দু
অদূরে অরা এশেছে কড়া নেড়ে বলছে
'আসোহে আমাদের মাঝে অবাধে বিচরণে'
বাহু নেড়ে অলস বেলায় ডুবে যাই
এ লিখনি তাহাদের তরে -কিশোর