এই প্লাটফর্মে ঠিক সময়ে পু-পু শব্দে থেমে পড়ে সে
মন্ত্রের মত আমিও চেয়ে রই
পৃথিবী পরে থাকা মানুষ গুলোর অনিয়মে
এখানে দেখি খুব ভোরে পাখি গুলো ঠিকানা ছাড়ে
নিয়তির খেলায় হেরে যাওয়া পথিক নেশায় প্রথম ফুঁকে
হারিয়ে যায়
নগরে এখনো রাস্তার জঞ্জাল কেমনে লুকিয়ে পড়ে
রোজ সকালে খবরের পাতায় নতুন খুনির জন্ম
একটা বছরে কাশফুলের রঙ বদলে গিয়ে হারিয়ে যায়
সেখানে হাসিমুখ আমি কিভাবে বদলাই জানাতে পারো
এক ঠিকানা বদলে গেলে সত্যি কি তবে সব
হারিয়ে যায়