দশক'টা বছর চেনা অনেক
রক্তিম সূর্যরশ্মির মতই আলোকিত
নতুন বলতে সাহস সঞ্চয়
যার দখলে সব ছিলনা -কভু?

এ পথেই পরিচয় নগরে বাহিরে
ছুটিয়া বেড়াই কালের প্রাম্বে
কাঁধে বুজা অনেক ভারি
খেয়াপারে বসিয়ে কহি
নৌ-পারে লাগে যে কড়ি
ধারদেনা সুদ করিব কি -কভু?

কাজল চোখে সৃষ্টি জোড়ায়
উদার মনে হাওয়া চলে আজি
অঙ্গে চলে লেপন দুহিয়া
লজ্জা ভানে কি কেহ -কভু?

৩১/১২/২০১৭ইং