তুমি ভেবেছিলে আমি মরে যাবো
সিলিং ফ্যানে জুলে যাবো
লাশটা কি তবেই কষ্ট পাবে?
কান্না হবে না
কেহ পাশে বসে হারাতে চাইবে না
তারও পূর্বে কি করে; আমি হারাবো?
সকালের দূর্বা ঘাসের ঢগায় শিশির লুকিয়ে যাবে
প্রথম পা ফেলে হাঁটার আগেই হারাবো
কেমন করে এমন মায়া একাকী হারাবো?
চটপটি কিংবা ফুচকা একই প্লেটে ভাগ হবে না
কেহ তুলে না দিলে খাওয়া হবে না
এমন অপূর্ণ স্বাদ মিথ্যে করে
কেমন করে হারাই বল?
কিশোর বয়সের প্রেম বেঁচে ফিরবে
আকাশ জুড়ে স্বপ্ন খেলবে
এই ছিল ছোট্ট চাওয়া
কেমন করে বল নষ্ট ফুল আমি কুঁড়াই?
স্মৃতির পাতায় বন্ধি কথা
জানানোর স্বাদও পাবো না
চুপ করে একবার শুনতেও চাইলে না
উত্তরও দিলে না হাজার এসএমএস এর?
সত্য কি তবে সত্যই মিথ্যে হবে--?

১৮.১২.২০১৮ইং