ভেবেছিলে কবে
রাতে বৃষ্টি হলে এবারো বুজি কান্না হবে
রক্ত গড়াবে দু'দন্ড ভেয়ে
হাসির ছলে ধ্বংসের দুয়ারে দাঁড়ায়ে
সব বুজি চাইলেই বেস্থে যাবে-

কেমন করে ফুটন্ত একটা গোলাপ
খোলস বদলে কৃষ্ণচূড়া হয়ে দেখা দিবে
দরদাম করেই বা কি লাভ হবে
গণিতের খাতায় মস্তবড় ভুল যে
তার হিসেব কি দিয়ে হবে-

সমাজের পরিধেয় মাজ থেকে
কথা গুলো না চাইতেই বিদ্ধ হয়
রক্তাক্ত ক্ষত নতুন করেই জন্ম নেয়
আমি আমাকেই ক্রুশে জুলে পড়তে দেখি
হে সমাজ, তুমি আমার মধ্যাঙ্গুলি-

চশমার ফ্রেমে দাগ পড়ে
বেয়ারার দল উদ্দেশ্য বদল করে
তুমি রঙিন ঘুড়ি দরেই হারাও
আসলেই কি বদলে দেওয়া কথায়
দু'টাকার কেরসিনে মুছে যায়-

১৪.০৮.২০১৭ইং